নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : আর মাত্র একদিন বাদেই ২৫ শে ডিসেম্বর। তারপর আসছে ইংরেজি নববর্ষ। ফেস্টিভ মুডে আপামর মানুষ। শীতের মরশুমে বড়দিন বা ইংরেজি নববর্ষ মানেই পিকনিকের আমেজ। এই সময়টিতেই দল বেঁধে মানুষজন বিভিন্ন জায়গায় পিকনিকের উদ্দেশ্যে বেড়িয়ে পরেন।
বাড়ি থেকে সোনার গয়না নিয়ে চম্পট
আর এই আবহে এবারে বন সংরক্ষনের লক্ষ্যে বড়সড় সিদ্ধান্ত গ্রহন করল উত্তর দিনাজপুর জেলা বন বিভাগ। বিভাগীয় বন আধিকারিক দাওয়া সাংমু শেরপা জানান, এবছরে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বনাঞ্চলে পিকনিকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কুলিক, আব্দুল ঘাটা, শিয়ালমনি, ধামজা, বাহারাইল সহ একাধিক বনাঞ্চলে পিকনিক নট অ্যালাও এর পোস্টার ঝোলানো হয়েছে। এর নেপথ্যে বন আধিকারিকের ব্যখ্যা, বর্তমানে শুস্ক আবহাওয়া রয়েছে।
৫ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহ , অভিযুক্তকে ১০ বছরের কারাদন্ডের নির্দেশ
এর মধ্যে বনাঞ্চলে আগুন জ্বালিয়ে রান্নাবাড়ি করলে যেকোনো মুহূর্তে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। এমনিতেই এজেলায় বনভূমির পরিমান কম। ৬০০ হেক্টর জমিতে রয়েছে বনাঞ্চল৷ যেসব জায়গা ফাঁকা হয়েছে সেখানে বনসৃজন করা হয়েছে। তাই বন সংরক্ষণের জন্যই এই সিদ্ধান্ত। তবে মানুষ চাইলে ঘুরতে আসতেই পারেন। কিন্তু ‘পিকনিক’ বলতে আক্ষরিক অর্থে যা বোঝাই সেই কর্মসূচি নেওয়া যাবে না।এদিকে বনবিভাগের এই সিদ্ধান্তে হতাশ রায়গঞ্জের মানুষজন। তারা জানান, এমনিতেই রায়গঞ্জ কিংবা জেলায় তেমন ঘোরার জায়গা নেই। তার মধ্যে এই সিদ্ধান্তের জেরে সকলেই অসন্তুষ্ট। পিকনিক করতে না দিলে পর্যটকের সংখ্যা কমবে। ক্ষতি হবে রাজস্বের। বনবিভাগের এই সিদ্ধান্তে মর্মাহত পরিবেশ ও পশুপ্রেমী গৌতম তান্তিয়া। তিনি জানান, বন বিভাগ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারবে না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়টি পুনরায় বিবেচনার দাবী জানিয়েছেন গৌতম বাবু।