৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে দেশ জুড়ে

৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে দেশ জুড়ে। ভারতীয়দের আবেগ কোথাও না কোথাও মিলে যায় সুরের মূর্ছনায়।

নিজস্ব প্রতিবেদন : ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে দেশ জুড়ে। ভারতীয়দের আবেগ কোথাও না কোথাও মিলে যায় সুরের মূর্ছনায়। দেশাত্মবোধের আবেগ বহু মাত্রায় মন ছুঁয়ে যায় গানে গানে। চলুন জেনে নেই কিছু এমন কিছু বলিউডের গানের কথা যা দেশপ্রেমের শিহরণ জাগায় মনে ।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত “কেশরী ” ছবির “তেরি মিট্টি” গানটি দেশপ্রেমের আবেগকে উস্কে অনেকাংশেই। সংগীত রচয়িতা অর্কপ্রভ মুখার্জির এই গান সৈনিকদের দেশের প্রতি ভালোবাসার প্রতীক।

“মণিকর্নীকা – দ্যা ক্যুইন অফ ঝাঁসি” ছবির “বিজয়ী ভব” গানটিতে দেশের জন্য লড়াইয়ের মানসিকতার প্রকাশিত হয়। প্রসূন যোশীর রচনায় ও শঙ্কর এহসান লয়ের সুরে এই গান দেশপ্রেম জাগিয়ে তুলবে বৈকি!

উরি -দ্যা সার্জিক্যাল স্ট্রাইক ছবির “ম্যায় লড় যানা” ইন্ডিয়ান আর্মির আবেগ ব্যক্ত করে তা বলাই যায়। ইন্ডিয়ান আর্মড ফোর্সের সার্জিক্যাল স্ট্রাইক করতে যাওয়ার আগের প্রস্তুতি পর্বের প্রক্ষাপটে এই গান। ভিকি কৌশলের সাবলীল অভিনয় মন কাড়ে সকলের।

অরিজৎ সিং ও সুনিধি চৌহানের কন্ঠে “রাজি” ছবির ” এ্যায় ওয়াতান” গানটি দেশাত্মবোধ জাগিয়ে তোলে প্রত্যেক ভারতবাসীর মনে। শঙ্কর এহসান লয়ের সুরের মূর্ছনায় এই গান মন ছুঁয়েছে সকলের।

লিভিং লেজেন্ড এ আর রহমানের সুরে “স্বদেশ” ছবির “ইয়ে যো দেশ হ্যায় তেরা” গানটি দেশাত্মবোধ জাগিয়ে তোলে প্রত্যেক ভারতবাসীর মনে। গানটি লিখেছেন এ আর রহমান ও জাভেদ আখতার।

লতা মঙ্গেশকরের কন্ঠে ” অ্যায় মেরে ওয়াতন কে লোগো” গানটি শুনে দেশের শহীদদের জন্য আবেগান্বিত হননি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। কবি প্রদীপ-এর লেখা ও সি রামচন্দ্রের সুরে এই গানটি দেশপ্রেমের আবেগকে সর্বতভাবে প্রকাশ করে।

Next Post

মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন স্যোশাল মিডিয়ায় বার্তা দিয়ে

Sat Aug 15 , 2020
নিজস্ব সংবাদদাতা : – ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন স্যোশাল মিডিয়ায় বার্তা দিয়ে। এদিন ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন মহেন্দ্র সিং ধোনি। সাথে ক্যাপশনে লেখেন “Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired”। মহেন্দ্র সিং […]

আপনার পছন্দের সংবাদ