নিজস্ব প্রতিবেদন : এবছর ভারত বর্ষের ৭৪ তম স্বাধীনতা দিবস। বহু শহীদের আত্মবলিদানে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। তবে এই স্বাধীনতার সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগের বেদনাদায়ক ইতিহাসও। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কমবেশী সকলেই জানি আমরা। কিন্তু স্বাধীনতা সম্পর্কিত কিছু অজানা তথ্য জেনে নেই আজ।
১/ ইণ্ডাস অর্থাৎ সিন্ধু নদের ধারে বিস্তার লাভ করেছিলো ভারতীয় সভ্যতা। সেই থেকেই ইণ্ডিয়া নামটি এসেছে বলে মনে করা হয়।
২/জুলাই মাসের ১৮ তারিখে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হলেও ১৫-ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস কেন ঘোষিত হলো? মনে করা হয় লর্ড মাউন্টব্যাটেন এটাই চেয়েছিলেন। কারন ১৯৪৫ সালের ১৫-ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান তার প্রতিপক্ষ শক্তির কাছে আত্মসমর্পণ করেছিলো।
৩/ স্বাধীনতা লাভের পর দিল্লীর লাল কেল্লায় উড়েছিলো ভারতের জাতীয় পতাকা। কিন্তু জানেন কি১৯০৬ সালের ৭-ই আগস্ট কলকাতার পার্শীবাগান স্কোয়্যারে প্রথম বেসরকারী ভাবে জাতীয় পতাকা তোলা হয়েছিলো। পতাকাটির নক্সা করেছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। পতাকায় ছিলো কমলা, হলুদ ও সবুজ -তিনটি রঙ।
৪/ পিঙ্গালী ভেনকাইওয়া ভারতের বর্তমান পতাকাটির নকশা করেন। তখন গেরুয়া ও সবুজ দুটি রঙ ছিল পতাকায়। পরে গান্ধীজির পরামর্শে সাদা রঙের অন্তর্ভুক্তি হয় পতাকায়। অশোক চক্র স্থান পায় মাঝে।
৫/ ভারতের কর্নাটক রাজ্যে রয়েছে লাইসেন্স সম্মত পতাকা তৈরীর কারখানা। খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ সুতির কাপড় দিয়ে জাতীয় পতাকা তৈরী করে।
৬/ বর্তমান সময়ে সোনার বাজারদর আকাশ ছোঁয়া। কোভিড পরিস্থিতিতে দাম বাড়তে বাড়তে পঞ্চাশ হাজার পেড়িয়েছে। কিন্তু স্বাধীনতার সময় সোনার দাম শুনলে অবাক হবেন। মাত্র ৮৮.৬২ পয়সা।
৭/ গোয়ার নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ সকলেই। কিন্তু ভারত স্বাধীন হওয়ার ১৪ বছর পর্যন্ত গোয়া ছিলো পর্তুগালের কব্জায়। ১৯৬১ সালে ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে। আর তা ভারতের অন্তর্ভুক্ত হয়।
আরো পড়ুন – গুঞ্জন সাক্সেনাঃ দেশপ্রেম টা কাজে নিষ্ঠায়, আর পতাকা টা বুকে