নিউজ ডেস্ক , ১৪ আগস্ট : এবছর স্বাধীনতা দিবসে অসামান্য কর্মদক্ষতা এবং প্রশংসনীয় সেবার জন্য মুখ্যমন্ত্রী পুলিশ পদক প্রদান করা হবে। রবিবার ১৫ ই আগষ্ট এই পদক গ্রহণ করবেন রাজ্যের ১০ পদস্থ পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে পদক প্রাপ্তির তালিকায় প্রথমেই রয়েছেন কলকাতার নগরপাল আই পি এস সৌমেন মিত্র,
কারেকশনাল সার্ভিসের এ ডি জি পীযুষ পাণ্ডে, রয়েছেন উত্তরবঙ্গের আই জি- ডি পি সিং,পদক প্রাপ্তির তালিকায় রয়েছেন সি আই ডির আই জি আনন্দ কুমার, কলকাতার জয়েন্ট সিপি সৈয়দ ওয়াকার রাজা, কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার, সুন্দরবনের জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, পূর্ব মেদিনীপুরের এস পি অমরনাথ কে, পশ্চিম মেদিনীপুরের এস পি দীনেশ কুমার কলকাতা পুলিশের এস টি এফের ডি সি অপরাজিতা রাই প্রমুখ। মোট ১০ জন আই পি এস অফিসার স্বাধীনতা দিবসের দিন মুখ্যমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করবেন। উল্লেখ্য কিছুদিন আগেই উত্তর দিনাজপুর জেলা থেকে কোচবিহারে বদলি হয়েছেন সুমিত কুমার৷ বিগত তিন বছর উত্তর দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন এই আই পি এস অফিসার। কিন্তু বিহার ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ায় অপরাধ প্রবণ উত্তর দিনাজপুর জেলায় খুন, চুরি, ছিনতাইয়ের পাশাপাশি অন্যান্য অপরাধ কমবেশি ঘটেই থাকে। কিন্তু সুমিত কুমার দায়িত্ব নেওয়ার পর বিগত তিন বছরে অনেক বড় বড় অপরাধ দ্রুত কিনারা করেছেন। এমনকি অপরাধ ও অপরাধীদের অনেকটাই নিন্ত্রন্ত্রণে নিয়ে এসেছিলেন তিনি। করোনা অতিমারিতেও পথে নেমে কাজ করেছেন এই আই পি এস অফিসার। এমতাবস্থায় কিছুদিন আগেই উত্তর দিনাজপুর জেলা থেকে বদলি হয়ে যান কোচবিহারে। কিন্তু ভিন জেলায় বদলি হলেও অবশেষে কর্মক্ষেত্রে অসামান্য অবদানের নিরিখে পদক তালিকায় স্থান পেয়েছেন সুমিতবাবু। ফলে খুশি উত্তর দিনাজপুর জেলায় সাধারণ মানুষও।