নিউজ ডেস্ক , ১৫ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে অসমের বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি।
যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, “অমৃত মহোৎসবের এই পবিত্র মুহূর্তে দেশের জন্য বলিদান দেওয়া, লড়াই করা বীর-বীরাঙ্গনাদের প্রণাম করছে দেশবাসী। স্বাধীনতার জন্য সর্বস্ব বলিদান দেওয়া নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, চন্দ্র শেখর আজাদ হোক, আসফাকউল্লা খান, রানি লক্ষ্মীবাঈ হোক বা রানি গাইডিনলিউ হোক বা অসমে মাতঙ্গিনী হাজার পরাক্রম হোক…সবাইকে আজ দেশবাসী মনে করছেন। দেশবাসী তাঁদের কাছে ঋণী।” এদিকে মেদিনীপুরের এই স্বাধীনতা সংগ্রামীকে অসমের উল্লেখ করায় বেজায় চটেছে রাজ্যের শাসক দল। এই বিষয়টিকে বাংলার অপমান বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। এই মন্তব্যের পর প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্যে সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন তিনি টুইটারে লেখেন, “মাতঙ্গিনী হাজরা অসমের? প্রধানমন্ত্রী কি পাগল হয়ে গেলেন? নিজে তো জানেন না। আবেগও নেই তাঁর মধ্যে। অন্যের লিখে দেওয়া ভাষণ পড়ে নাটক করতে গেলে এই তো হবে। এটা বাংলার প্রতি অপমান। প্রধানমন্ত্রী ক্ষমা চান। ওঁদের পূর্ব মেদিনীপুরের গদ্দারও ক্ষমা চেয়ে বিবৃতি দিন।” উল্লেখ্য, লালকেল্লার ভাষণে দেশের স্বাধীনতায় শহিদদের স্মরণ করছিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী মহিলাদের স্মরণ করছিলেন তিনি। তখনই অসীম সাহসী মহিলাদের নাম বলতে গিয়ে উচ্চারিত হয় তমলুকের মাতঙ্গিনী হাজরার নাম।