স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল ডোডলের অভিনব শুভেচ্ছা

স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল ডোডলের অভিনব শুভেচ্ছা

ডিজিটাল ডেস্ক : 

“নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান”

বৈচিত্রের মধ্যে ঐক্যের এক বার্তা নিয়েই ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে গুগল। গুগল ডুডলে মুম্বাই-এর চিত্র শিল্পী শচীন ঘানেকারের ইলাস্ট্রেশন চিত্রিত হয়েছে আজ। বৈচিত্রময় লোকশিল্পীর বিভিন্ন বৈশিষ্ট ফুটে উঠেছে ডুডলে যা ৬০০০ বছরের পুরোনো। সানাই, ঢোল,বীনা সরঙ্গি, বাঁশি সহ একাধিক লোকসঙ্গীত এর দৃশ্যে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দেওয়া হয়েছে গুগল পেজে।

আরো পড়ুন – ৭৪ তম স্বাধীনতা দিবসে রায়গঞ্জে ১০৫ ফুট উচ্চতায় উড়লো জাতীয় পতাকা

উল্লেখ্য, ১৯৪৭ সালে এই দিনেই দীর্ঘ লড়াইয়ের পর ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিলো ভারত। স্বাধীনতার সেই লড়াই-এর যোদ্ধাদের বলিদান – আত্মত্যাগ স্মরণের এই দিন – স্বাধীনতা দিবস। যদিও এবছর করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনে উদযাপিত হয়েছে স্বাধীনতা দিবসের নানা অনুষ্ঠান।

Next Post

করোনা থেকে বাঁচতে 'ইমিউনিটি ' বাড়ানো দরকার - কিন্তু কিভাবে?

Sat Aug 15 , 2020
নিউজ ডেস্ক :  প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড 19 রোগীর সংখ্যা । সমহারে বাড়ছে মৃত্যু । সমীক্ষা বলছে 70 থেকে 80 শতাংশ মানুষই থাকছেন উপসর্গবিহীন করোনা পর্বের শুরু থেকেই কিন্তু রোগে আক্রান্তের চিকিৎসা করানোর চেয়ে আক্রান্তের সংখ্যা কি করে কমানো যায় সে দিকে জোর দেওয়া হয়েছিল এবং সেখানে লকডাউন, মাস্ক […]

আপনার পছন্দের সংবাদ