
বালুরঘাট, ২ জুলাই : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বৈদ্যনাথ পাড়া এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় খুনের অভিযোগ আনল মৃতের পরিবারের লোকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অঞ্জন সিং।
তার বাড়ি বালুরঘাট বৈদ্যনাথ পাড়া এলাকায়। মৃতের বাড়ির লোকেদের অভিযোগ বৃহস্পতিবার রাতে মৃত অঞ্জন সিং তার শ্বশুর বাড়িতে কোন কাজের জন্য গেছিলেন। সেই সময় সুমুন্দির সঙ্গে তার বচসা বাঁধে। সুমুন্দি ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ।আর তাতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় এরপরে ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের বাড়ির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমে গেছে। যদিও মৃত ব্যক্তির ভাইয়ের অভিযোগ ঘটনা ঘটার পর থেকে তার সুমুন্দি পলাতক রয়েছে।
