
বুনিয়াদপুর, ২৩ জুন : সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রমের আবাসিকদের সাহায্যে এগিয়ে এলেন হুগলির তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু। খাদ্য সামগ্রী সহ জামা কাপড় বোঝাই লরি নিয়ে বুধবার আশ্রমে হাজির হন তিনি।
তার এই মানবিক উদ্যোগে মুখে হাসি ফুটেছে আশ্রমের আবাসিকদের।অনাথ শিশুদের সাহায্যার্থে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ছুটে এলেন হুগলির চন্দননগর মহকুমার তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু। করোনা অতিমারিতে দীর্ঘদিন লকডাউনের কারণে চরম সমস্যায় পড়েছেন বহু অসহায় মানুষ। পাশাপাশি লকডাউনের জেরে সমস্যা বেড়েছে বিভিন্ন অনাথ আশ্রম গুলিতেও। দক্ষিণ দিনাজপুর জেলার আশ্রম গুলির মধ্যে উল্লেখযোগ্য বুনিয়াদপুরের বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম। জানা গিয়েছে ১৯৭১ সালে আশ্রম কর্ণধার সুকুমার রায় চৌধুরী আর্ত মানুষের সেবায় যাদবপুর থেকে বুনিয়াদপুরে এসেছিলেন। এরপরই সমাজে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে গড়ে তোলেন বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম। মানবকল্যাণের ব্রত নিয়ে কাজ শুরু করার পর আর বাড়ি ফেরা হয়নি সুকুমার বাবুর। সময়ের সাথে ৯০ পেরিয়েছে তার বয়স। এই বয়সেও শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার কাজে উৎসাহে ভাটা পড়েনি তার। যদিও বাদ সেধেছে করোনা পরিস্থিতি। বছরের বিভিন্ন সময় নানান স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এই সময় হাত গুটিয়ে বসে নেই তারাও। দিন কয়েক আগে গঙ্গারামপুরে করোনায় মৃত পরিবারের লোকজন শ্রাদ্ধানুষ্ঠানের খরচের টাকা এই আশ্রমের অনাথ শিশুদের পেছনে খরচ করেছিলেন। খবর প্রকাশিত হওয়ার পর হুগলির তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু এই অনাথ আশ্রম এর কথা জানতে পারেন। বুধবার সকালে লরি ভর্তি করে চার মাসের খাদ্য সামগ্রী চাল ডাল আলু সোয়াবিন সুজি চিনি আদা-রসুন বিস্কুট কেক তেলসহ বাচ্চাদের ২০০ সেট জামাকাপড় নিয়ে হাজির হন বুনিয়াদপুর অনাথ আশ্রমে। পাশাপাশি এদিন বাজার করে শিশুদের জন্য রকমারি সুস্বাদু খাবার রান্না করে নিজের হাতে পরিবেশন করে আত্মতুষ্টির কথা প্রকাশ করলেন উত্তম বাবু। এপ্রসঙ্গে উত্তমবাবু বলেন এই অতিমারিতে প্রত্যেকের উচিত এইসব অনাথ শিশুদের পাশে দাঁড়ানো। বর্তমানে এই সংকটকালীন পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার দিক থেকে উত্তমবাবুর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।
আরও খবর পড়ুন: শিশুদের জন্য সেপ্টেম্বরে আসতে পারে করোনা টিকা, শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের কাছে আবেদন বিশেষজ্ঞদের
