বালুরঘাট, ৪ জুলাই : রবিবার বালুরঘাটেও সেঞ্চুরি করলো পেট্রোল । একশোর পথে ডিজেলও এমতাবস্থায় বিজেপির আচ্ছে দিনের স্লোগানকে রীতিমতো তুলোধনা করলেন বালুরঘাট শহরে পেট্রোল ডিজেল নিতে আসা জনসাধারণ।
উল্লেখ্য ১৯৭৩ সালে কেন্দ্রের মসনদে আসীন ছিল কংগ্রেস। সেই আমলে তেলের দাম মাত্র ৭ পয়সা বেড়ে যাওয়ায় গরুর গাড়ি নিয়ে সংসদ অভিযান করেছিলেন তৎকালীন বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী। কিন্তু দেশের স্বাধীনতার পর এই প্রথম পেট্রোপণ্যের দাম রেকর্ড পর্যায়ে। পেট্রোলের দাম কোথাও ১০০,আবার কোথাও আবার ১০০ পার। ডিজেলের দামও সেঞ্চুর পথেও। এই পরিস্থিতিতে তীব্র সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিরোধীদের অভিযোগ সাধারণ মানুষের কথা চিন্তা না করেই যেনতেন প্রকারে পেট্রোপণ্যের ওপর সেস ও কর বসিয়ে কোষাগার ভরছে কেন্দ্র। ফলে ১৯৭৩ সালের অটল বিহারি বাজপেয়ীর গরুর গাড়ি নিয়ে সংসদ অভিযানের ঘটনা স্মরণ করিয়ে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী দলগুলো। পাশাপাশি স্বাধীনতার পর রেকর্ড দামের জেরে জনসাধারণ মানুষের বক্তব্য আবার মোটর বাইক, চারচাকা ছেড়ে সাইকেল গরুর গাড়িতেই আসতে হবে। পাশাপাশি মোদি সরকারের আচ্ছা দিনকে ফানুস বলে কটাক্ষ করেন আমজনতা।