রতুয়া , ০৯ আগস্ট : বিগত কয়েকদিনের একটানা বৃষ্টি। আর তাতেই জল বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদীগুলোতে। নদীতে জল বাড়তে থাকায় জলবন্দি হয়ে পড়েছেন একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। ফুলহার ও গঙ্গার জল বাড়তে থাকায় রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৭ টি গ্রাম জলমগ্ন। এরফলে দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা।
রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল। ফলে বিপাকে পড়েছেন এলাকার সাধারণ মানুষেরা। পায়ে হেঁটে যাতায়াতে যেমন সমস্যা সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনি যানবাহন নিয়ে চলাচল করতেও সমস্যার সৃষ্টি হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি ফুলহার ও গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলবন্দি হয়ে পড়েছেন রতুয়া ১ নম্বর ব্লকের ৭ টি গ্রামের প্রায় কয়েক হাজার বাসিন্দা। জলের তলায় চলে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। এরফলে ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকেরা। পাশাপাশি পর্যাপ্ত পানীয় জল এবং খাদ্যসামগ্রী না মেলায় সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। অবিলম্বে সমস্যা সমাধানের বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।