আরসিটিভি সংবাদ : পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। শাসক এবং বিরোধী সংঘর্ষে এবারে উত্তপ্ত হয়ে উঠল মালদা।
দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে মালদা জেলার রতুয়ার দু’নম্বর ব্লকের মির্জাদপুর এলাকা উত্তপ্ত হয়ে উঠলো তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনায়। শনিবার রাতে এই ঘটনায় দুপক্ষের সংঘর্ষে আহত হয় প্রায় ১৫ জন। ভাঙচুর চালানো হয়েছে দুই দলেরই দলীয় কার্যালয়ে। দলীয় কার্যালয়ে বসে থাকাকালীন একে অপরের বিরুদ্ধে হামলা এবং পাল্টা হামলার অভিযোগ ওঠে।
আরও পড়ুন – গাজোলে জাতীয় শিশু রক্ষা কমিশনের চেয়ারম্যানকে বাধা
একদিকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি শেখ শাহজাহানের নেতৃত্ব অন্যদিকে কংগ্রেসের স্থানীয় নেতাদের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ ওঠে। গোটা ঘটনাকে কেন্দ্র করে দুই দলেরই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরব দুপক্ষই। একাধিক মোটর বাইকে ভাঙচুর করা হয়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতরা চিকিৎসাধীন আড়াইডাঙ্গা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।
আরও পড়ুন – অবাধে কেটে ফেলা হল আমগাছ প্রশ্নের মুখে প্রশাসন
এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধেই অভিযোগ শানিয়েছেন কংগ্রেস নেতা তথা যুব কংগ্রেস সভাপতি রেজাউল হক। অপরদিকে কংগ্রেসের কর্মীরাই তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগে সরব হন আহত স্থানীয় তৃণমূল নেত্রী তথা পরানপুর অঞ্চলের প্রধান জাসমিন বিবি। এই ঘটনার পর রাতেই ঘটনাস্থলে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। রবিবার সকাল থেকেই এলাকা জুড়ে রয়েছে চাপা উত্তেজনা। উত্তেজনা প্রশমনে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।