টানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী

রায়গঞ্জ, ২০ অক্টোবর : দুইদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ শহরের অধিকাংশ এলাকা। ফলে চরম দূর্ভোগে পড়েছে রায়গঞ্জ পুর এলাকার বাসিন্দারা। অতি ভারী বৃষ্টির জেরে রায়গঞ্জ শহরের প্রায় সমস্ত ওয়ার্ডে কোথাও না কোথাও জল জমে গিয়েছে। পুরসভার বেশকিছু এলাকার বাসিন্দাদের বাড়িতে,এমনকি বসবাসের ঘর, রান্নাঘর ও শৌচালয়ে জল ঢুকে পড়ায় সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে।

টানা বৃষ্টিতে জল নিকাশীব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পরেছে শহরে। পুরএলাকার বিদ্রোহী মোড় সংলগ্ন এলাকা, বীরনগর, দেবীনগর, শক্তিনগর, অশোক পল্লী, নেতাজি পল্লী,বিধাননগর, কলেজপাড়া, রমেন্দ্রপল্লী,পূর্বাশা পাড়া, পুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল জমে গিয়েছে। ফলে চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা। এককথায় দুদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে রায়গঞ্জের স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম বিপাকে পড়েছেন পুর এলাকার হাজার হাজার বাসিন্দা।কোজাগরী লক্ষ্মী পুজোর দুদিনেরই এমন প্রকৃতির খামখেয়ালিপনায় সমস্যায় পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। স্থানীয় বাসিন্দারা বলেন, এবারের বৃষ্টিপাতের জেরে শহরের বুকে যা জল দাঁড়িয়ে গিয়েছে বিগত দিনে তা কখনও দেখিনি।পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সকলস্তরের পুর বাসিন্দাকেই।অন্যদিকে, শহরের গৃহবধু পূজা দেবনাথ বলেন, ঘরে জল ঢুকে পড়েছে। বাড়িতে ছোট সন্তানকে নিয়ে খুব আতঙ্কের মধ্যে রয়েছি। ঘরের জিনিসপত্র,আসবাব নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে, সাপ, পোকা মাকড়ের আতঙ্কতো রয়েছেই। যদিও এব্যাপারে, রায়গঞ্জ পৌরসভার উপ পৌরপতি অরিন্দম সরকার বলেন, আগের পৌরবোর্ড ঠিকমতো মাস্টারপ্ল্যান না করায় শহরে জল জমে যাচ্ছে অতি বর্ষনের ফলে। আমরা ক্ষমতায় আসার পর থেকেই নিকাশি ব্যবস্থার উন্নতির চেষ্টা করছি। আশা করি, খুব শীঘ্রই এই সমস্যা থেকে রেহাই মিলবে শহরবাসীর।

Next Post

সর্প দংশনে মৃত্যু এক সর্পপ্রেমীর

Wed Oct 20 , 2021
মালদা, ২০ অক্টোবর : সাপ ধরতে গিয়ে সর্প দংশনে মৃত্যু হল এক সর্পপ্রেমীর। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম বঙ্কিম স্বর্ণকার। তার বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর এলাকায়। সাপের ছোবল খেয়ে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই মৃত্যু হয় তার। উল্লেখ্য, মালদা জেলার শোভানগর, মিলকি, […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম