নদীতে স্নান করতে নেমে মৃত্যু

মালদা , ১০ আগস্ট : নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল ২ কিশোরীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভুতনি থানার কোষিঘাট এলাকায়। স্থানীয় বাসিন্দা এবং ভুতনি থানার পুলিশের তৎপরতায় চারজন কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় দুজনের।

ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে এলাকায়। বিগত কয়েকদিনের একটানা বৃষ্টি। তাতেই জল বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদীগুলোতে। জলস্তর বৃদ্ধি পেয়েছে গঙ্গা সহ একাধিক নদীতে। আর মঙ্গলবার নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল ২ কিশোরীর। এদিন ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভুতনি থানার কোষিঘাট এলাকায়। জানা গিয়েছে, মৃত দুই কিশোরীর নাম ফ্যাগনি মাহাতো এবং অনিতা মাহাতো। তাদের বাড়ি কালুটমটোলা গ্রামে। এদিন গঙ্গা নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে যায় ৪ কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভুতনি থানার পুলিশকর্মীরা। স্থানীয় বাসিন্দা এবং ভুতনি থানার পুলিশের তৎপরতায় চারজন কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় দুজনের। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় দুজন কিশোরীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শোকের আবহ নেমে এসেছে এলাকায়।

Next Post

পঞ্চায়েত কর্মীকে মারধর, প্রতিবাদে বিক্ষোভ

Tue Aug 10 , 2021
বালুরঘাট , ১০ আগস্ট :  পঞ্চায়েত কর্মীকে শারিরীক নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতি পালন করলেন বালুরঘাট ব্লকের সমস্ত পঞ্চায়েত দফতরের কর্মীরা। এদিন দুপুরে বালুরঘাট স্টেডিয়ামে ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মীরা জড়ো হন। এরপর বালুরঘাট বিডিও অফিস এবং জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত গ্রামোন্নয়ন দফতরে গিয়ে বিক্ষোভ দেখান তারা। হামলার […]

আপনার পছন্দের সংবাদ