রতুয়া, ৩রা অক্টোবর : একটি গাছের গুড়ি রাখাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদে মৃত্যু হল এক ব্যক্তির। এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া থানার চাঁদমুনি অঞ্চলের গরাক্ষা গ্রামে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কাওসার আলী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, কাওসার আলী এবং তার আত্মীয় ইসলাম আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। শনিবার জমি সংক্রান্ত বিষয় নিয়ে সেই বিবাদ চরমে ওঠে। এরপর একটি গাছের গুড়ি রাখাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ তখনই ইসলাম আলী এবং তার পরিবারের সদস্যরা কাওসার আলীকে ব্যাপক মারধর করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গভীর রাতে মৃত্যু হয় তার। এঘটনার পর বাড়ি ছেড়ে চম্পট দেয় অভিযুক্তের পরিবারের সদস্যরা। রাতেই গ্রামে মোতায়েন করা হয় রতুয়া থানার বিশাল পুলিশবাহিনী। অভিযুক্ত ইসলাম আলীর পরিবারের বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। যদিও রবিবার সকালে হঠাৎই অভিযুক্ত ইসলাম আলীর বাড়িতে আগুন লেগে যায়। এঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে রতুয়া থানার বিশাল পুলিশবাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।