মালদা, ৬ আগস্ট : আইনশৃঙ্খলা বজায় রাখতে ও কাজের সুবিধার্থে মালদা জেলায়
নতুন করে আটটি থানার গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের কাছে প্রস্তাব দিল মালদা জেলা পুলিশ প্রশাসন।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় জালনোট থেকে গরু, মাদক পাচার জনিত অপরাধের ব্যাপ্তি বেশী হলেও তা কড়া হাতে দমন করেছে জেলা পুলিশ প্রশাসন।এই জেলার বর্তমানে ১৪ টি থানা, একটি মহিলা থানা ও একটি সাইবার ক্রাইম থানা রয়েছে।কিন্তু জনবহুল এই জেলায় যেহেতু অপরাধের সংখ্যা উত্তরবঙ্গের অন্যান্য জেলার তুলনায় অনেকটাই বেশি। ফলে এখানে আরো নতুন কটি থানা গড়ে তোলার প্রয়োজনীয়তা মনে করছে জেলা পুলিশ প্রশাসন।
জেলার হরিশচন্দ্রপুর, ইংলিশবাজার ,চাচল, কালিয়াচক, বৈষ্ণবনগর থানা গুলিকে বেশকিছু ভাগে ভাগ করা হবে।চাচোল ভেঙে মালতিপুর, কালিয়াচক এলাকায় সুজাপুরে, বৈষ্ণবনগর এলাকায় কুম্ভিরা, হরিশ্চন্দ্রপুর থানা এলাকা ভেঙে তুলসিহাটা, ভালুকা, গাজোলের দেওতলা, ইংরেজবাজার থানা কে ভেঙে অমৃতিএকটি থানা গড়ে তোলার প্রস্তাব দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।পাশাপাশি কালিয়াচকের গোলাপগঞ্জকে তদন্তকারী কেন্দ্র থেকে থানাতে রূপান্তরিত করণ, জলপথে অপরাধ রুখতে গঙ্গানদী সংলগ্ন মানিকচক জলপথে থানা গড়ে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে।ইতিমধ্যে এবিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। খুব শীঘ্রই সরকারের তরফ থেকে অনুমোদন পেলে থানাগুলি গড়ে তোলা হবে বলে জানান মালদা জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া।
আরও খবর পড়ুন :জটিলব্যধিতে আক্রান্ত সন্তান, সহায়তার আর্জি পরিবারের