রায়গঞ্জ, ৩১ আগস্ট : বেহাল রাস্তা সংষ্কারের দাবিতে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের উদয়পুর মোড়ে৷ পরে রায়গঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও গৌতম বর্মন ও রায়গঞ্জ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বেহাল রাস্তা সংষ্কারের দাবিতে আন্দোলনে নামল বাসিন্দাদের নিয়ে গঠিত রায়গঞ্জের উদয়পুর চণ্ডীতলা নাগরিক মঞ্চ। মঙ্গলবার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ।
আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় ৫ বছর ধরে সংষ্কার হয় নি উদয়পুর স্পোর্টিং ক্লাব থেকে বারোয়ারী মন্দির ও চণ্ডীতলা বাজার থেকে উদয়পুর গার্লস হাইস্কুল মোড় পর্যন্ত বেহাল রাস্তা। বর্তমানে টানা কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা দিয়ে চলাচল করা কার্যত অসহায় হয়ে দাঁড়িয়েছে। এদিন হাতে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন সংগঠনের সদস্যরা। অবিলম্বে রাস্তা সংষ্কারের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চাই। না হলে অবরোধ চলতেই থাকবে বলে হুঁশিয়ারি দিতে থাকেন বিক্ষোভকারীরা। যদিও পরে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ ও জয়েন্ট বিডিও গৌতম বর্মন প্রশাসনিক আশ্বাসে পরে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।