ডিজিটাল ডেস্ক : করোনার সাথে লড়াই টা জারি থাকবে আরো দীর্ঘদিন,যতোদিন পর্যন্ত না ভ্যাকসিন বাজারে আসছে। সেক্ষেত্রে মাস্ক পড়তে হবে,বারংবার স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। কিন্তু এই বর্ষার সময় আপনি যখন বাইরে বেরিয়েছেন তখন আপনার মাস্কটি যদি ভিজে যায় কিংবা প্রচণ্ড গরমে আপনার মাস্কে জমে যায় বিন্দু বিন্দু ঘাম? সেক্ষেত্রে কি করবেন?
বিশেষজ্ঞদের মতে,তেমনটা হলে ত্রিস্তরিয় মাস্কও নিরাপদ নয়। কেননা ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় ভাইরাস দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে।
তাহলে উপায়?
বিশেষজ্ঞরা বলছেন,এই আবহাওয়ায় একটি অতিরিক্ত মাস্ক সঙ্গে রাখতেই হবে।মাস্ক ভিজে গেলেই তা পরিবর্তন করে ফেলতে হবে। তাছাড়া বর্ষা থেকে বাঁচতে ফেস শিল্ডও ব্যবহার করা যেতে পারে।তবে বিশেষজ্ঞরা কাপড় কিংবা সুতির মাস্কের থেকে সার্জিক্যাল মাস্ককেই বেশি গুরুত্ব দিয়েছেন।