শীত,গ্রীষ্ম, বর্ষা,বোরোলীন ক্রীমই ভরসা-জেনে নিন এই ক্রীমের আকর্ষণীয় ইতিহাস

ডিজিটাল ডেস্ক : শীতকালে শুষ্কত্বকের সমস্যা, ছোটোখাটো কাঁটাছেড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সবুজ রঙের টিউবের “বোরোলীন” আজও বাঙালীর পরম প্রিয়। দিদিমা -ঠাকুরমার আমল থেকে চলে আসা এই অ্যান্টিসেপ্টিক ক্রীমের চাহিদা আজকের বাজারেও সমানভাবে বর্তমান।

কিন্তু জানেন কি এই বোরোলীন ক্রীম তৈরীর নেপথ্যে ছিলেন একজন বাঙালী। তার নাম গৌর মোহন দত্ত। ইতিহাস ঘেঁটে জানা যায়, ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ পণ্যের দাপটে মুখ থুবড়ে পড়েছিলো দেশীয় ক্ষুদ্র শিল্পগুলি। একটা সময় বিদেশী দ্রব্য বয়কট করে স্বদেশী দ্রব্য ব্যবহারের ঝড় ওঠে দেশজুড়ে। ঠিক সেই সময় ১৯২৯ সালে গৌর মোহন দত্ত জিডি ফার্মাসিটিক্যালে বোরোলিন তৈরি করেন। বিপ্লবীদের অন্যতম উৎসাহের বিষয়ে পরিণত হয়েছিল এই বরোলিন। হাতি মার্কা দেশজ ক্রীমের সাথে প্রতিযোগিতা কিন্তু কম হয় নি বিদেশী ক্রীমের।

তবে শেষমেশ এক বাঙালীর তৈরী এই ক্রীম কেই আপন করে নিয়েছিলো সকলে। সামান্য এই ক্রীম এর মধ্যে দিয়ে ইংরেজদের পণ্যের সাথে প্রতিযোগিতা করার সাহস জুগিয়ে ছিল ভারতবাসীকে। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত প্রত্যেকের ঘরে শোভা পেত বোরোলীন। দীর্ঘ কয়েক দশক পেড়িয়ে গেলেও আজো বাঙালীর ঘরে ঘরে সমান জনপ্রিয় “সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম বোরোলীন।”।

Next Post

মরুতীর্থ হিংলাজ -সিনেমাটি তো দেখেছেন ! জানেন কি এই উপন্যাস রচয়িতা শ্মশানচারী ও ছিলেন

Fri Aug 14 , 2020
খ্যাতির আলো আঁধার লিখেছেন : অধ্যাপক  শান্তনু চট্টোপাধ্যায় কথাতেই বলে পুরুষের ভাগ্য না–কি দেবতারও অজানা।এমন কথার নজির আছে বাংলা সাহিত্যের অনেক বিখ্যাত লেখকদের মধ্যেও। আজ বলব এমন একজন লেখকের কথা যিনি সাহিত্য রচনা করবেন বলে কলম ধরেন নাই। তাঁর মাঙ্‌কে খানেওয়ালা জীবন থেকে পাওয়া অভিজ্ঞতাকে মূলধন ক’রে কলম ধরে তাঁর […]

আপনার পছন্দের সংবাদ