চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা

চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা

ইসলামপুর টাকা নিয়ে প্রতারণা

আরসিটিভি সংবাদ :  চাকরি দেওয়ার নাম করে এক তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ প্রতারিত যুবক।ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। যদিও অভিযোগ অস্বীকার জুবের আলম নামে ওই নেতার। 

চাকরি দেওয়ার নাম করে এক তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ প্রতারিত যুবক।উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা জুবের আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন মহম্মদ আকবর আলি নামে ওই যুবক।

সম্প্রতি গোবিন্দপুর পঞ্চায়েত প্রধান মহম্মদ রইসুদ্দিনের বিরুদ্ধে পুকুর না কেটে সরকারি অর্থ তছরূপের অভিযোগ করেছিলেন জুবের আলম।ব্লক প্রশাসনের তরফ থেকে ঘটনার তদন্তও শুরু হয়েছে।এরইমধ্যে মঙ্গলবার পারস্পরিক বিবাদে মহম্মদ রইসুদ্দিন ও জুবের আলমের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

আরও পড়ুন – বন্ধুর জীবন বাঁচাতে কৌটো হাতে রাস্তায় নামল বন্ধুরা

বুধবার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের খাড়িপাড়া গ্রামের মহম্মদ আকবর আলি নামে এক যুবক জুবের আলমের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এনে ইসলামপুর থানার দ্বারস্থ হয়।উল্লেখ্য ২০২০ সালে পূর্ত দপ্তরে চাকরি দেওয়ার জন্য প্রায় সাতলক্ষ টাকা নেওয়া হয়েছিল। যোগদানের তিন মাস পর তার চাকরি চলে যায়। টাকা ফেরতের দাবী জানালে দুই লক্ষ টাকার চেক দিলেও তা বাউন্স হয়।সমস্ত টাকা জানুয়ারি মাসের শেষে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

আরও পড়ুন – হেমতাবাদে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ ! আহত ২০

ফেব্রুয়ারিতে ওই যুবক টাকা চাইলে তা দিতে অস্বীকার করে জুবের।প্রতারিত যুবক যদিও তার অভিযোগের কোন প্রামাণ্য নথি দেখাতে না পারায় অভিযোগ নেয়নি পুলিশ। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা জুবের আলমের বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্যে ওই যুবককে পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন প্রধান মহম্মদ রইসুদ্দিন।যদিও টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জুবের আলম। প্রধানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আনবার জন্যেই তার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনা হয়েছে বলে দাবী তার।

Next Post

জলপাইগুড়ির নাবালক মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ

Thu Feb 9 , 2023
আরসিটিভি সংবাদ :আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়া কোচবিহার জেলার টাপুরহাটের বাসিন্দা নাবালক লাবু ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়। গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ি কোরক হোমের আবাসিক এই নাবালককে গলায় ফাঁস লাগলো অবস্থায় হোমের একটি ঘর থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্ত রিপোর্টে একাধিক অসঙ্গতি ধরা পরায় সার্কিট বেঞ্চের, ডিভিশন বেঞ্চের ভৎসনার মুখে […]

আপনার পছন্দের সংবাদ