নিউজ ডেস্ক , ৩ জানুয়ারি : নির্বাচন এবং দূর্নীতি যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। স্থানীয় কিংবা জাতীয় স্তরে যেকোন নির্বাচনেই দূর্নীতির অভিযোগ আনে শাসক বিরোধী উভয়পক্ষই। এমনকী বিভিন্ন নির্বাচনে ছাপ্পাভোটের বিস্তর অভিযোগ এলেও, ভোটশেষে তা নিয়ে প্রশাসনকে বিশেষভাবে সক্রিয় হতে দেখা যায়না কোনবারেই।
এসএসকেএমে টিউমার অপারেশন মুখ্যমন্ত্রীর
তবে এবারে নির্বাচনে ঘটে চলা দূর্নীতির প্রতিবাদে সরব হতে দেখা গেলো এক আম আদমীকেই। এই ব্যতিক্রমী ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। এই ব্লকের গুঞ্জরিয়া পঞ্চায়েত এলাকাটি ভৌগোলিকভাবে বাংলাবিহার সীমান্তে। গুঞ্জরিয়ার পাশেই প্রতিবেশী রাজ্য বিহার। এই এলাকার অধিকাংশ বাসিন্দারই নাম বাংলার পাশাপাশি বিহারের ভোটার তালিকাতে রয়েছে। আর এই ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে তদ্বির করেছিলেন এলাকার বাসিন্দা তৌসিফ রেজা। এবিষয়ে উত্তর দিনাজপুর জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি।
ডাকাতির ঘটনায় থানায় প্রতিবাদ ব্যবসায়ী সংগঠনের
এরপরই জেলাশাসকের নির্দেশে ইসলামপুরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপান্বিতা বর্মণ তাকে দফতরে ডেকে পাঠান। সেখানে উপস্থিত হয়ে বিডিওর কাছে সমস্ত নথিপত্র তুলে দেন তিনি। গোটা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।