করণদিঘী, ২৫ সেপ্টেম্বর : ঔষধ বোঝাই চলন্ত গাড়িতে গুলি চালানো ঘটনায় চাঞ্চল্য ছড়ালো করণদিঘী থানার আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের নাকোলে ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঔষধের গাড়িতে গুলি চললেও কোনোমতে রক্ষা পেয়েছেন গাড়ির চালক এবং সহ চালক।
গাড়ি চালক সেলিম বলেন,” রাতে কলকাতা থেকে ঔষধের গাড়িটি নিয়ে গুয়াহাটি যাওয়ার পথে জাতীয় সড়কের উপর দুটি গাড়ি পিছু নেয়। করণদিঘী থানা নাকোল কাছে আমাদের গাড়ি লক্ষ করে দুষ্কৃতিরা গুলি চালায়। গাড়ির কাঁচ ভাঙলেও কোনোমতে রক্ষা পাই। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতিদের গাড়িটি টুঙ্গিদিঘী ট্রাফিক ব্যারিকেড ভেঙ্গে পালানোর সময় পুলিশের একটি টীম সেটিকে ধাওয়া করে। সেসময় পুলিশের গাড়ি লক্ষ করে গুলি ছোঁড়ে দুষ্কৃতিরা। এরপরেই দুস্কৃতিরা বিহারের দিকে পালিয়ে যায়। দুষ্কৃতিদের সন্ধানে তল্লাসী শুরু করেছে পুলিশ।