মালদা , ১৭ জুলাই : পুলিশকর্মীদের সরকারি আবাসনে জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা পুলিশ লাইন এলাকায়। জানা গিয়েছে, পুলিশ লাইনের সরকারী আবাসনের বাসিন্দা হোমগার্ড বিভাগের এএসআই রামকিঙ্কর মণ্ডল গত বৃহস্পতিবার সপরিবারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান।
শনিবার ফিরে এসে দেখেন তার আবাসনের জানালার গ্রিল ভেঙে ঘরের আলমারি ও তার লকার থেকে নগদ এক লক্ষ ২০ হাজার টাকা ও ১০-১২ ভরির সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এই ঘটনায় রামকিঙ্কর মণ্ডল জানিয়েছেন, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে তারা স্ত্রী, সন্তান সহ সকলে মিলে গিয়েছিলেন। শনিবার বাড়ি ফিরে এসেন দেখেন এই কান্ড। তাদের আবাসনের মূল দরজার তালা ঠিকই আছে। চোরেরা পেছন দিকের ঘরের জানালা ভেঙ্গে ভেতরে। এমনকী ঘরের ভেতরের দরজা খোলা ছিল। চোরেরা আলমারী ভেঙ্গে সোনা রুপোর অলঙ্কার সহ নগদ টাকা নিয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার সাউ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।অন্যদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে। আবাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী তুলেছেন তারা।