আর সি টিভি সংবাদ , ১৪মার্চ :গত ২৪ ঘন্টার মধ্যে রায়গঞ্জ শহরে পৃথক ২টি বাড়িতে দুঃসাহসীক চুরির ঘটনায় চাঞ্চল্য। সোমবার ভরসন্ধ্যায় এবং মঙ্গলবার দুপুরে শহরের ২ এলাকায় ঘটনা ২টি ঘটে। রায়গঞ্জ শহরের জনবহুল এলাকা হিসেবে পরিচিত পূর্ব সুদর্শনপুর। সেখানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে সোমবার সন্ধ্যা ৬ টা নাগাদ। স্থানীয় বাসিন্দা সুজিত কুমার রায়ের বাড়িতে লুঠ তরাজ চালায় দুস্কৃতীরা। জানা যায়, এদিন বাড়িতে কেউ ছিলেননা। সেসময় দুস্কৃতীরা তার বাড়িতে ঢুকে সমস্ত কিছু লন্ডভন্ড করে দেয়। ঘরে থাকা সমস্ত সোনা, টাকা নিয়ে চম্পট দেয়। রাত ১০টা নাগাদ সুজিত বাবুর ছেলে বাড়িতে এসে প্রথমে বিষয়টি লক্ষ করেন। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানান গৃহকর্তা।
আরও পড়ুন –অভিভাবকদের সহায়তায় পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে মানবিক উদ্যোগ
অন্যদিকে স্থানীয়দের দাবী, এলাকায় ক্রমাগত বহিরাগতদের আনাগোনা বাড়ছে। যার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন সকলেই।অন্যদিকে ঘটনার সময় অনুযায়ী অপরিচিত সন্দেহভাজন এক যুবককে সুজিতবাবুর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন –বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পদে নিয়োগেও অনিয়ম?
এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ভর দুপুরে রায়গঞ্জের কাশীবাটি এলাকায় মলয় সরকারের বাড়িতে লুঠ তরাজ চালায় দুস্কৃতীরা। জানা যায় মলয়বাবুর ছেলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এদিন পরীক্ষা শেষ হওয়ার আগে বাড়িতে তালা মেরে ছেলেকে আনতে যায় মলয়বাবুর স্ত্রী রানু দাস রায়। আর তারপরই ছাদের দরজা ভেঙে ভেতরে ঢুকে সর্বস্ব লুঠ করে পালায় দুস্কৃতিরা। বাড়ি এসে ঘটনা প্রত্যক্ষ করে হতবাক পরিবারের সদস্যরা। রানুদেবী জানান, প্রায় ১২ ভরি সোনার গয়না ও ১ লক্ষ ১৫ হাজার টাকা চুরি হয়েছে। ছেলের মোবাইল ফোনটিও নিয়ে যায় দুস্কৃতীরা।এই ঘটনায় চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছেন গৃহকর্তা মলয় রায়। পুলিশী নিরাপত্তার দাবী জানিয়েছেন তিনি সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।