রায়গঞ্জ, ২০ সেপ্টেম্বর : একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ ব্লকের শেরপুর ঘাটপাড়া এলাকায়। জানা গিয়েছে, এই এলাকায় তারালাল মুখিয়া নামে এক ব্যক্তির মুদির দোকান রয়েছে।
অভিযোগ, রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা ওই দোকানে এসে লুঠতরাজ চালানোর পাশাপাশি ক্যাশবাক্সে থাকা নগদ টাকা সহ দোকানের বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয়। রবিবার সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে আসে তার। তবে সিসিটিভি ফুটেজে লুঠপাট করার ঘটনা সামনে এলেও দুষ্কৃতিদের চেনা যায় নি। ঘটনার পরিপ্রেক্ষিতে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক তারালাল মুখিয়া। নগদ ৯৩ হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী খোয়া গিয়েছে বলে জানান দোকান মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।