মালদা, ৩০ আগস্ট : খোয়া যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন মালদার পুখুরিয়া থানার পুলিশ কর্মীরা। সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুখুরিয়া থানা প্রাঙ্গণে ২২ টি নামিদামি কোম্পানির অত্যাধুনিক মোবাইল এবং একটি নোট ট্যাব প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিনের এই কর্মসূচিতে পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। পুলিশের এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন খোয়া যাওয়া সামগ্রী ফিরে পাওয়া মানুষেরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে খোয়া যাওয়া ২২ টি মোবাইল ফোন ও একটি নোট ট্যাব উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুখুরিয়া থানার পুলিশকর্মীরা। সোমবার থানা থেকে জিনিসগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। খোয়া যাওয়া সামগ্রী ফিরে পেয়ে খুশি মালিকরাও, তারা ধন্যবাদ জানান জেলা পুলিশকে।পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী বলেন, জেলা পুলিশের উদ্যোগে এবং পুখুরিয়া থানার সহযোগিতায় বিভিন্ন সময়ে এই থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ২২ টি মোবাইল ফোন ও একটি নোট ট্যাব উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। মালদা জেলা এসওজি’র সাহায্যেই এসব খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। জেলার প্রতিটি থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এসব সামগ্রী উদ্ধার করা হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ পুখুরিয়া থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ করেছিল গত দুই-তিন মাসে আগে। ফলে উদ্ধার হওয়া এই সমস্ত সামগ্রী প্রকৃত মালিকদের হাতে তুলে দিতেই এই কর্মসূচি। এদিন ২২ টি মোবাইল ফোন ও একটি নোট ট্যাব উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। পুলিশের এই উদ্যোগে খুশি খোয়া যাওয়া সামগ্রী ফিরে পাওয়া মানুষেরা।