মালদা, ১৮ জুলাই : মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে যুবতীকে উদ্ধার করে তুলে দেওয়া হলো পরিবারের হাতে। শনিবার সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে স্থানীয় মিলকি ফাঁড়ির অমৃতি এলাকায় ইতস্তত ঘুরতে দেখেন পুলিশকর্মীরা।
জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না মেলায় মিলকি ফাঁড়িতে নিয়ে আসা হয় তাকে। এরপর জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে তার পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে; ওই মহিলার নাম মৌসুমী খাতুন। তার বাড়ি পুরাতন মালদার বালিয়া নবাবগঞ্জ এলাকায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এরপরই মিলকি ফাঁড়ির পুলিশের কাছে খবর পেয়ে উপস্থিত হয় তার পরিবারের সদস্যরা। রবিবার ওই যুবতীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় অমৃতি এলাকায় ওই যুবতীকে ইতস্তত ঘুরতে দেখেন পুলিশকর্মীরা। সেই সময় পুলিশ তাকে উদ্ধার করে মিলকি ফাঁড়িতে নিয়ে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে মৌসুমী নিখোঁজ হয়ে যায়। মেয়ের খোঁজ পেতে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরিও করা হয় পরিবারের পক্ষ থেকে। অবশেষে মিলকি ফাঁড়ির পুলিশ মৌসুমিকে উদ্ধার করে। রবিবার তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এবিষয়ে মিলকি ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীন ওই যুবতী মিলকি ফাঁড়ির অন্তর্গত অমৃতি এলাকায় ঘোরাঘুরি করছিল। কর্মরত পুলিশ কর্মীরা দেখতে পেয়ে তাকে মিলকি ফাঁড়িতে নিয়ে আসে। রবিবার ওই যুবতীকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তাকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা।
আরও খবর পড়ুন : প্রয়াত জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পবিত্র চন্দ