চোর সন্দেহে গণপ্রহারে মৃত যুবক

চোর সন্দেহে গণপ্রহারে মৃত যুবক

রতুয়া , ১৭ জুলাই : চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কতিপয় গ্রামবাসীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার রতুয়া থানার দেবীপুর পশ্চিমপাড়া এলাকায়।

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম শেখ ঘিসু। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন শেখ সদাগর। তাদের বাড়ি রতুয়া থানার পশ্চিম দেবীপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তিন বন্ধু শেখ সদাগর, শেখ ঘিসু ও শেখ সাজ্জাদ একটি আমবাগানে জড়ো হয়। চুরির উদ্দ্যেশে তারা জড়ো হয়েছে এই সন্দেহে গ্রামবাসীরা তিনজনকে পাকড়াও করে গণপিটুনি দিতে শুরু করে। ঘটনাস্থল থেকে কোনক্রমে শেখ সাজ্জাদ পালিয়ে গেলেও শেখ সদাগর এবং শেখ ঘিসুকে ধরে ফেলে এলাকাবাসীরা বেধড়ক মারধর করে। রাতেই তাদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা শেখ ঘিসুকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে শেখ সদাগর। যদিও শেখ সদাগর তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, গল্প করার উদ্দেশ্যেই তারা তিনজন সেখানে জড়ো হয়েছিল। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রতুয়া থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকেরা।

Next Post

পুলিশকর্মীর আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য

Sat Jul 17 , 2021
মালদা ,  ১৭ জুলাই : পুলিশকর্মীদের সরকারি আবাসনে জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা পুলিশ লাইন এলাকায়। জানা গিয়েছে, পুলিশ লাইনের সরকারী আবাসনের বাসিন্দা হোমগার্ড বিভাগের এএসআই রামকিঙ্কর মণ্ডল গত বৃহস্পতিবার সপরিবারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। শনিবার ফিরে এসে দেখেন তার আবাসনের জানালার গ্রিল ভেঙে ঘরের […]

আপনার পছন্দের সংবাদ