আরসিটিভি সংবাদ : কর্তব্যরত অবস্থাতেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশ কর্মী। ঘটনায় ব্যপক শোরগোল পরে গিয়েছে রায়গঞ্জ শহরে।
সোমবার সকাল সাড়ে ৬ টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ব্যারাকে। আহত ঐ পুলিশ কর্মীর নাম তাপী থোকদার (৩৩)। তার বাড়ি ইটাহার থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের বনগ্রাম এলাকায়। তিনি রায়গঞ্জ থানার অধীনে হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন। কর্মসত্রে থানার ব্যারাকেই থাকতেন তাপী। পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে কর্তব্যরত অবস্থায় হঠাৎ ব্যারাকে চলে আসেন তিনি।
আরও পড়ুন – রক্ত বিক্রি কান্ডে ধরা পরেও মিলল মুক্তি!
সেখানে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার জেরে হতচকিত হয়ে পরেন তার সহকর্মীরা। এদিকে গুলি তার গলা স্পর্শ করে চোয়াল ছুঁয়ে বেড়িয়ে যায় বলে জানা গিয়েছে। তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। প্রায় ২ ঘন্টা অস্ত্রপচার চলে। ওটি শেষে বর্তমানে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন – ২০ বছর নিখোঁজ, অবশেষে মিলল বাড়ির ঠিকানা
চিকিৎসক সঞ্জয় শেঠ জানান, গুলিতে তার গলার উপরে যথেষ্ট ক্ষত হয়। প্রচুর রক্তপাত হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। ৭২ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মানসিক দুর্বলতা থেকেই এই ঘটনা বলে মনে করছেন চিকিৎসক। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের লোকেরা। কান্নায় ভেঙে পরেন তার মা। তিনি জানান, তাপী ও তার স্ত্রীর মধ্যে বনিবনা নেই।
আরও পড়ুন – পাট গাছ নষ্টের অভিযোগ উঠল বি এস এফের বিরুদ্ধে
তার স্ত্রী দীর্ঘদিন থেকে বাবার বাড়িতে রয়েছে। এ নিয়ে খানিকটা মানসিক বিপর্যস্ত ছিলেন ঐ হোমগার্ড। পুলিশের প্রাথমিক অনুমান, সাংসারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।