স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির জেরে নাজেহাল ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ

ইটাহার, ২৬ আগস্ট : স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির জেরে নাজেহাল ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ। এমনি চিত্র লক্ষ্য করা গেল ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে। রাত থেকে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে ক্ষোভের সৃষ্টি হয় ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ।

যদিও পরবর্তীতে স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করলে পুনরায় ভ্যাক্সিনেশন শুরু হয়।
উল্লেখ্য, বুধবার ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে ভ্যাক্সিনেশন কর্মসূচি চলাকালীন ভ্যাকসিন নিতে আসা মহিদুল রহমান নামে এক ব্যক্তি ভ্যাকসিন শিবিরের এক স্বাস্থ্যকর্মীকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার জেরে পুলিশ অভিযুক্তকে আটক করলেও রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর স্বাস্থ্যকর্মীরা অভিযুক্ত ব্যক্তির ক্ষমা চাওয়ার দাবীতে কর্মবিরতির ডাক দেয়। যার জেরে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ বন্ধ থাকে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া এবং ঘটনার জেরে ক্ষোভের সঞ্চার হয় ভ্যাকসিন নিতে আসা মানুষদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ। এরপর অভিযুক্ত ওই ব্যক্তি স্বাস্থ্যদপ্তরে এসে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর কাছে ক্ষমা চাইলে পুনরায় ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চালু হয়।

Next Post

বিশ্বের সবথেকে দামী বস্তু বাজেয়াপ্ত কলকাতায়, গ্রেফতার ২

Thu Aug 26 , 2021
নিউজ ডেস্ক, ২৬ আগস্ট : কলকাতা বিমানবন্দরের সামনে থেকে চারটি ঝলমলে পাথর উদ্ধার করল সিআইডি। সন্দেহ, পাথরগুলি শক্তিশালী তেজস্ত্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম। যার এক গ্রামের দাম ১৭ কোটি টাকা। এয়ারপোর্টের কাছে যে পরিমাণ পাথর পাওয়া গিয়েছে, তার আনুমানিক দাম ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লক্ষ টাকা। সূত্রের খবর, চারটি পাথরের মোট […]

আপনার পছন্দের সংবাদ