মানিকচক , ৭ সেপ্টেম্বর : করোনা মোকাবেলায় ভ্যাকসিন প্রদানে তৎপরতার সাথে কাজ করে চলেছে মানিকচক ব্লক প্রশাসন। ইতিমধ্যেই মালদা জেলার মধ্যে মানিকচক ব্লকের প্রায় ৭০ হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলে মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
মানিকচক ব্লকে সব মিলিয়ে আটটি ভ্যাকসিনেশন সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষকে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, কোভিড ভ্যাকসিন নিয়ে সারা রাজ্যের প্রায় প্রতিটি টিকাকরণ কেন্দ্রে প্রতিদিন বিক্ষোভ ও বিশৃঙ্খলা চলছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মারামারির ঘটনাও ঘটে চলেছে। টিকা গ্রাহকের সংখ্যা অনুযায়ী সেভাবে টিকা সরবরাহ না থাকায় সমস্যা দেখা দিয়েছে। টীকা পেতে অনেক জায়গায় রাত জেগে লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। তবে ব্যতিক্রমী ছবি মালদা জেলার মানিকচকে। সেখানে একেবারে শান্তিপূর্ণভাবেই ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে সাধারণ মানুষ। আর এবিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করছে মানিকচক থানা এবং ভুতনি থানার পুলিশকর্মীরা। পাশাপাশি কোন প্রকার গুজব যাতে না ছড়ায় বা মানুষ যাতে কোনরকম গুজবে কান না দেয় তার জন্য লাগাতার প্রচারাভিযান চালাচ্ছে মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই মানিকচক ব্লকের প্রায় ৭০ হাজার মানুষকে ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর হেম নারায়ন ঝাঁ জানিয়েছেন, করোনা মোকাবিলায় মানুষকে সচেতন করতে এবং সুষ্ঠভাবে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর রয়েছে প্রশাসন। মানিকচক ব্লকের মোট আটটি ভ্যাক্সিনেশন সেন্টার খোলা হয়েছে। অনলাইন এবং অফলাইন প্রক্রিয়ায় ভ্যাক্সিনেশন চলছে। সাধারণ মানুষেরা উৎসাহের সাথে অংশগ্রহণ করছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায়। এখনো পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে মানিকচকে।