ইটাহার, ২৪ আগস্ট : সরকারিভাবে জানিয়েও শেষ মূহুর্তে প্রতিবন্ধী ক্যাম্প বাতিল হওয়ায় সমস্যায় পড়তে হলো দুর দুরান্ত থেকে আসা প্রতিবন্ধী মানুষদের।উল্লেখ্য ইটাহার ব্লক স্বাস্থ্যদপ্তর ও ব্লক সহ পঞ্চায়েত সমিতির তরফে কয়েক দিন ধরে ইটাহার ব্লকের বিভিন্ন প্রান্তে মাইকিং করে এলাকার প্রতিবন্ধীদের জানানো হয় যে, মঙ্গলবার ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধীদের জন্য ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দিয়ে আগামী দিনে তাদের শংসা পত্র প্রদান করা হবে।
সেই মোতাবেক এদিন ইটাহার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যরা কেউ টোটো রিক্সা আবার কেউ অতিরিক্ত টাকা খরচ বিভিন্ন যানে করে এসে ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে দেখেন বিদ্যালয়ের গেঁটে নোটিশ বোর্ড লাগিয়ে জানানো হয়েছে, অনিবার্য কারন বশত প্রতিবন্ধীদের ক্যাম্প বন্ধ রাখা হয়েছে, এমনকি প্রতিবন্ধীদের ক্যাম্প এর জন্য তৈরী করা প্যান্ডেল খুলে নেওয়া হচ্ছে। তবুও চিকিৎসার আশায় অনেকেই বিদ্যালয়ের গেটের কাছে বসে থাকেন দীর্ঘক্ষণ। ক্যাম্প এ আসা প্রতিবন্ধীরা জানান, সরকারীভাবে করা মাইকিং ও পঞ্চায়েত সদস্যদের থেকে আমরা জানতে পেরেছিলাম যে মঙ্গলবার ইটাহার উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প করে প্রতিবন্ধীদের চিকিৎসা করে আগামী দিনে শংসা প্রত্র দেওয়া হবে। অথচ এখানে এসে দেখছি গেটে নোটিশ বোর্ড লাগিয়ে ক্যাম্প বাতিল করা হয়েছে। এমনকি পেন্ডেল খুলে নেওয়া হচ্ছে। অনেক টাকা খরচ করে এসেও লাভের লাভ কিছু না হওয়ায় মন খারাপ দুরদুরান্ত থেকে আসা মানুষদের। অন্যদিকে এই বিষয়ে ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ বলেন, সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ক্যাম্প বাতিলের নোটিশ দেওয়া হয়। সময় অল্প থাকায় সব মানুষ ক্যাম্প বাতিলের নোটিশ পান নি। তবে আগামী দিনে ক্যাম্প হলে তা জানানো হবে বলে এদিন জানান ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ।