ডালখোলা, ২৭ আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে পাচারের আগেই ব্রাউন সুগার সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ। বৃহস্পতিবার ডালখোলা থানার নিচিতপুরের ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি লাইন হোটেল সংলগ্ন এলাকায় হানা দিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আনারুল হক, রাকিবুল এবং অকমল হুসেন। ধৃতরা প্রত্যেকেই ডালখোলা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৬০ গ্রাম ব্রাউন সুগার। এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৩৩ হাজার টাকা, দুটি মোটরবাইক, তিনটি মোবাইল সহ একটি ওজন মাপার মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। এই পাচার চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, ফের বড়সরো সাফল্য পেলো ডালখোলা থানার পুলিশ। লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ তিন যুবককে গ্রেফতার করলো ডালখোলা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ ৩৩ হাজার টাকা, দুটি মোটরবাইক, তিনটি মোবাইল সহ একটি ওজন মাপার মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক সৌম্যানন্দ সরকারের নেতৃত্বে নিচিতপুরের ৩১ নং জাতীয় সড়কের পাশে থাকা একটি লাইন হোটেল সংলগ্ন এলাকায় হানা দেন পুলিশকর্মীরা। সেখানে তল্লাশি চালিয়ে তিন যুবকের কাছ থেকে ২৬০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেন পুলিশকর্মীরা। এরপর ওই তিন যুবককে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগার মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে ডালখোলা নিয়ে আসা হয়েছিল বিক্রির উদ্যেশ্যে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এবিষয়ে ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক সৌম্যানন্দ সরকার বলেন, ২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা। এই ঘটনায় রাকিবুল, আনারুল হক এবং অকমল হুসেন নামে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই ডালখোলা পৌরসভার ১২ নং ওয়ার্ডের সরসর এলাকার বাসিন্দা। রাকিবুল ও আনারুল সম্পর্কে দুই ভাই। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তা খোঁজখবর করা হচ্ছে। শুক্রবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।