নিউজ ডেস্ক , ১১ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল করল তিনটি বাম দল। সিপিআই ২, সিপিআইএম ২ এবং সিপিআইএম লিবারেশন ১২ টি আসনে জয়ী হয়েছে। উল্লেখ্য পশ্চিমবঙ্গ থেকে ১০ বছর আগেই বিদায় নিয়েছে ৩৪ বছরের বাম শাসন। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো ফলের আশায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এরাজ্যের বাম নেতৃবৃন্দ ৷
সামাজিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাম নেতারা। করোনা আবহে লকডাউনে ত্রাণবিলি করার পাশাপাশি দুঃস্থ মানুষদের জন্য শ্রমজীবী ক্যান্টিন, রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। এই পরিস্থিতিতে বিহার বিধানসভা নির্বাচনে বাম দলগুলির উত্থানে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এরাজ্যের বাম নেতৃত্বও। তাদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে এরাজ্যেও ভাল ফল করবে বামফ্রন্ট। কারণ এরাজ্যের মানুষ কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের উপর বীতশ্রদ্ধ। তাই আগামী বছর অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে নজরকাড়া ফলাফলে আশাবাদী বাম শিবির। সেই মতো এখন থেকে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে বলে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে বাম নেতৃত্ব। কিন্তু বিহারে জোটসঙ্গী কংগ্রেসের খারাপ পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তায় রেখেছে বামেদের।