নিউজ ডেস্ক,৫ফেব্রুয়ারিঃহাই মাদ্রাসার নির্বাচন, আর তাকে কেন্দ্র করে দেদার ছাপ্পাভোট, বোমাবাজির ঘটনা এবং গুলি চালানোর অভিযোগ উঠলো। এই ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়ালো মালদা জেলার রতুয়ায়। রবিবার এ নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় রতুয়ার বাটনা হাই মাদ্রাসা প্রাঙ্গণ। এই মাদ্রাসার লড়াই এবারে তৃণমূল বনাম তৃণমূলের। শাসকদলের দুই গোষ্ঠী মিলিয়ে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন। সিপিএম, কংগ্রেস এবং বিজেপি কোন প্রার্থী দিতে পারেননি।
এই নির্বাচন উপলক্ষ্যে নিজেদের প্রার্থীর হয়ে মাদ্রাসা ভোট প্রচারে তৃণমূল কংগ্রেসের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। তার পাল্টা সভা করেন শাসক দলের আরেক গোষ্ঠী। অর্থাৎ শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হচ্ছে এই মাদ্রাসায়। তবে রবিবার এই মাদ্রাসায় নির্বাচন চলাকালীন হঠাৎই বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী। বোমাবাজি, গুলি চালানো সহ দেদার ছাপ্পা ভোটেরও অভিযোগ ওঠে। ঘটনায় আহত হয় উভয়পক্ষের বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্র পাঠানো হয়। যদিও এই বিষয়টিকে নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানোতর।
যদিও এই নির্বাচন শান্তিপূর্ণ বলেই দাবি করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি।শেষ পর্যন্ত রতুয়া থানার পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় থমথমে রয়েছে এলাকার পরিবেশ। গোটা এলাকা জুড়ে মোতায়ন রয়েছে বিশাল পুলিশবাহিনী।