ভবানীপুর সহ তিন কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা কমিশনের

ভবানীপুর সহ তিন কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা কমিশনের

নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর : অবশেষে রাজ্যে ৩ আসনে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। তার মধ্যে ভবানীপুরে হবে উপনির্বাচন৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, ৩ কেন্দ্রের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী ৬ ই সেপ্টেম্বর। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর।

মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষদিন ১৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ৩০ সেপ্টেম্বর। এবং ফলপ্রকাশ হবে ৩ অক্টোবর। পুজোর আগে বিধানসভা নির্বাচনে বাদ থাকা মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর এবং সমশেরগঞ্জে ভোট হবে। উল্লেখ্য, উপনির্বাচন নিয়ে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল মতামত জানিয়েছে নির্বাচনের কমিশনের কাছে। ইতিমধ্যেই ভোট নিয়ে রাজ্য প্রশাসন এবং রাজ্যের নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। রাজ্যের প্রশাসনিক কর্তারা নির্বাচন কমিশনের কাছে কেন্দ্র ধরে ধরে করোনার (Coronavirus) পরিসংখ্যান তুলে ধরেছেন। সেই সঙ্গে কমিশনকে রাজ্যের মুখ্যসচিব আলাদা করে চিঠি লিখে জানিয়ে দেন, রাজ্য প্রশাসন পুজোর ছুটির আগেই উপনির্বাচনের পক্ষে। রাজ্যের প্রস্তাব এবং করোনা পরিসংখ্যান খতিয়ে দেখেই  আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Next Post

ফের ভাঙন বিজেপিতে!!কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় যোগ দিলেন তৃণমূলে

Sat Sep 4 , 2021
নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর : অবশেষে উত্তরবঙ্গেও বিজেপিতে বড়সড় ভাঙন ধরাতে সক্ষম হল তৃণমূল কংগ্রেস। শনিবার কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে ঘাস ফুল শিবিরে যোগ দিলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। এদিন উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে তৃণমূল শিবিরে নাম […]

আপনার পছন্দের সংবাদ