নিউজ ডেস্ক : বহুতলে আগুন ঘটনায় আতঙ্ক শিলিগুড়ি শহর লাগোয়া মাঝাবাড়ি এলাকায়। ঘটনাস্থলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে বহুতলের ওপরের অংশ যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়।প্রাথমিকভাবে জানা গিয়েছে,
সন্ত্রাসের অভিযোগে ধৃত প্রাক্তন তৃণমূল নেতার ভাই
শুক্রবার মাঝাবাড়ি এলাকায় একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট না হলেও জানা গিয়েছে, ভীমরুলের চাকে আগুন ধরিয়ে তা নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। সূত্রের খবর, তা থেকেই আগুনের সূত্রপাত। এদিকে ঘটনার খবর পেতেই সেখানে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন৷ একইসঙ্গে পৌঁছোন স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জী। তিনি জানান, আগুন কিভাবে লাগল বোঝা যাচ্ছে না। কিন্তু যথেষ্টই ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায়।