নিউজ ডেস্ক, ১১ অক্টোবর : পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ল কয়েক কিলো সোনার বিস্কুট। শনিবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায়।
জানা যায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ির নাগরাকাটা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা সমস্ত ছোটো বড় গাড়িতে তল্লাশি চালায় নাগরাকাটা থানার পুলিশ। তখনই অসমের গুয়াহাটি থেকে আসা একটি গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৮ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার বিস্কুট। যার বাজার মূল্য আনুমানিক চার কোটি টাকা। ঘটনার জেরে গ্রেফতার করা হয় তিনজনকে। এদের মধ্যে একজন পুণে, একজন অসম এবং আরেকজন কোচবিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, সোনার বিস্কুট গুলি অসম থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাচারের পেছনে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে নাগরাকাটা থানার পুলিশ।