নিউজ ডেস্ক, ১১ অক্টোবর : পৌরসভার চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। শনিবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজার এলাকায়।
জানা যায়, শনিবার রাত ন’টা নাগাদ মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা ওয়ার্ড ভিত্তিক ভিজিট করছিলেন। সেসময় একদল দুষ্কৃতি ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায় এবং তাঁর গলা থেকে সোনার চেন, আংটি ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। যদিও তাঁর শরীরে কোনো ছুরির আঘাত লাগেনি। ঘটনায় অভিযোগের তীর স্থানীয় বিজেপি নেতৃত্বের দিকে। ঘটনার পর তৃণমুল কর্মী সমর্থকরা অভিযুক্তদের শাস্তির দাবীতে মালবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদশর্ন করে৷ যদিও বিজেপির ওপর ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে বিজেপির মালবাজার টাউনের সভাপতি দেবাশিষ পাল বলেন, তৃণমূল মিথ্যে কথা বলছে। এই ঘটনার সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়। তাঁর পাল্টা অভিযোগ, স্বপন সাহা এবং তাঁর অনুগামীরা ওই এলাকায় এক বিজেপি কর্মীর দোকানে গিয়ে তাঁকে মারধর করেছে। এব্যাপারে বিজেপির তরফেও মালবাজার থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান বিজেপি টাউন সভাপতি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।