নিউজ ডেস্ক , ১০ অক্টোবর : ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিংকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর গোয়েন্দা বিভাগ। শুক্রবার রাতে তাঁকে কাকিনাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত সঞ্জীব সিং ওরফে পাপ্পুর বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কে ১১ কোটি ৬০ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে এবং ওই টাকা সরাসরি তাঁরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সেই অভিযোগের ভিত্তিতে সঞ্জীবকে পুলিশের পক্ষ থেকে বারংবার হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হলেও পাপ্পু হাজিরা দেয়নি বলে অভিযোগ। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। শনিবার অভিযুক্ত পাপ্পু সিং-কে আদালতে পেশ করা হয়।