নিউজ ডেস্ক , ১৮ অক্টোবর : পাকিস্তানের বিভিন্ন বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই হিন্দু ও ইহুদি সম্প্রদায়সহ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মানুষদের প্রতি পড়ুয়াদের ঘৃণা,হিংসা করতে শেখানো হয় বলে অভিযোগ তুললেন বেলুচ আন্দোলনের নেতা মুনির মেনগাল। সম্প্রতি, জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন অভিযোগ করেন বেলুচ ভয়েস অ্যাসোসিয়েশনের সভাপতি মুনির মেনগাল।
তিনি জাতিসংঘের কাছে তার অভিযোগ তুলে ধরতে গিয়ে বলেন, আমি পাকিস্তানের উচ্চ মানের একটি সরকারি স্কুলে পড়তাম। সেখানে প্রথমেই আমাদের শেখানো হত, হিন্দু ও ইহুদিরা ইসলামের শত্রু। এদের কোনো কারন ছাড়াই হত্যা করা যায়। একাজ পূণ্যের। তিনি তার ভাষনে আরও বলেন,এখনও পাকিস্তানে একই রকমভাবে ওই স্কুলগুলোতে সেনাবাহিনীর শিক্ষকরা শিক্ষার্থীদের হিন্দু বিদ্বেষ শেখায়। হিন্দুদের ঘৃণা করতে শেখাচ্ছে। পাশাপাশি, ক্ষুদে শিক্ষার্থীদের শিশু বয়স থেকেই বন্দুক ও বোমাকে শ্রদ্ধা করতে শেখানো হয়। তাদের মগজধোলাই করে বলা হচ্ছে, এসব ব্যবহার করে হিন্দু মায়েদের খুন করতে হবে। তাহলে তারা আর হিন্দু সন্তান জন্ম দিতে পারবে না।
জাতিসংঘের কাছে অভিযোগ করে তার বক্তব্য, পাকিস্তানি স্কুল, মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় এটি একটি প্রাথমিক অঙ্গ। এখানে ধর্মান্ধ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ঘোষণা করা হয়েছে।