নিউজ ডেস্ক, ১৮ অক্টোবর : সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া বর্তমান সময়ে খুব কষ্টসাধ্য একটা ব্যপার। সারাদিন কাজে অকাজে একটু ফেসবুকে উঁকি। নিউজ ফিডে কে কি আপলোড করলো সেসব দেখে নেওয়া, সময় কাটানোর বড় মাধ্যম। তবে যারা নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তবে তারা জানবেন যে বর্তমানে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল।
ফেসবুক খুললেই সামনে চলে আসছে লম্বা কান, বড় নাক ও সাদা চুলের বামন আকৃতির এক বুড়ি। তাঁর মাথায় রয়েছে টুপি, হাতে একটা ছোট পুতুল আর এক হাতে ঝুরি। আর এই বামন আকৃতির বুড়ির ছবি শেয়ার করলেই কেল্লাফতে। তারপর আপনাকে কে পায়! ছবির ক্যাপশনে বারবার বলা হচ্ছে এই ছবি শেয়ার করলেই নাকি ২৪ ঘন্টার মধ্যে মিলবে সুখবর। ইনি নাকি ভাগ্যদেবী। আপনি যা চাইবেন তাই নাকি পেয়ে যাবেন এই ছবি শেয়ার করলেই। পোড়া কপাল ৩৫০ ডিগ্রি ঘুরে যাবে আপনার। হয়তো বা মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণও আপনার সম্পত্তির থেকে কম হবে। হতেই পারে। তবে হ্যাঁ শুধু ওই বুড়ির ছবি শেয়ার করলে কিন্তু হবে না, সাথে রয়েছে ওনার ভরা সংসার। পরিবারের সব সদস্যদের ছবি আপনাকে শেয়ার করতে হবে। নইলে কাঁচকলা।তবে যারা একটু খুঁতখুঁতে, মানে সব বিষয়েই তাদের প্রশ্নবোধক চিহ্ন থাকে তাদের মনে প্রশ্ন আসতেই পারে যে, এরা কারা? হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো ফেসবুক? এটা কি আদৌও সত্যি। এরমভাবে কি সত্যি ভাগ্যে চাকা ঘোরানো যায়?
এসবের প্রশ্নের উত্তর অবশ্যই আছে। যে ছবিগুলো শেয়ার করা হচ্ছে সেগুলিকে ELF of Luck বলা হচ্ছে। এটি নাকি ভাগ্য পরিবর্তন করে। ELF শব্দের অর্থ হলো, ছোট আকৃতির জীব যার সরু কান রয়েছে এবং সাথে রয়েছে ম্যাজিক্যাল পাওয়ার। Elf of Luck- এর অর্থ হলো ভাগ্য ফিরিয়ে দেবে এরকম ম্যাজিক্যাল ক্ষমতাসম্পন্ন একটি জীব। অর্থাৎ এই জীবের ফটো শেয়ার করলে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। তবে এর পেছনে কতটা সত্যতা লুকিয়ে রয়েছে তা জানা যায় নি। বলা হচ্ছে এই Elf of Luck ভগবানের দূত নয়। তাঁরা ডেভিল। ডেভিলরা আপনার মনের খারাপ সত্ত্বাকে ধ্বংস করে। ডেভিলরা আসলে অ্যাঞ্জেল বা পরি। আর ইভিল বা শয়তান দমনের ক্ষমতা রয়েছে Elf of Luck-এর এই বৃদ্ধার ছবিতে। অনেক যেমন এই ছবি শেয়ার করছেন ভাগ্যে উন্নতি আনার জন্য, আবার অনেকে এমনও আছেন যারা এই ছবির বিপক্ষে। তাদের মতে, কর্মফলে ভাগ্য পরিবর্তন হয়। কাজ না করে কেবল মাত্র ঘরে বসে এই ছবি শেয়ার করলেই ভাগ্য কোনোদিন সহায় হবে না। তারা আরো বলেন, এই ছবি শেয়ার করলে জীবনে ইতিবাচক তো কিছু তো ঘটাবেই না বরং আপনার জীবনে নিয়ে আসবে দুর্ভাগ্য।
আসলে এই ছবি আপনার জীবনে ভালো বা মন্দ কোনো প্রভাবই ফেলবে না। যেমন হোয়াটস্ অ্যাপে আসা কোনো ছবি শেয়ার করুন বা নাই করুন আপনার জীবনে তার কোনো প্রভাব পড়ে না। এটিও ঠিক তেমনই। সামাজিক মাধ্যমে লাইক. কমেন্ট, শেয়ার পাওয়ার জন্যই এই ছবিটি শেয়ার করা হয়েছে। তবে আপনি সামাজিক মাধ্যমে জনপ্রিয় হতে চাইলে এই ছবি শেয়ার করতেই পারেন। তবে তা আপনার বাস্তব জীবনে কোনো প্রভাব ফেলবে না এটুকু বলাই বাহুল্য।