সালিশী সভায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক ও তার ভাই

নিউজ ডেস্ক :  সালিশি সভা বসিয়ে পরিযায়ী শ্রমিক চার ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো ঠিকাদার ও তার সঙ্গীদের বিরুদ্ধে।পঞ্চায়েত প্রধানের স্বামীর সামনেই ওই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর-১ পঞ্চায়েতের হরকাবাথান এলাকায়।

আরও দেখুন – সরকারি জমি দখলমুক্ত করতে পদক্ষেপ প্রশাসনের

 

জানা গিয়েছে, নয় মাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে ১১ হাজার টাকা অগ্রিম নিয়ে মুম্বইয়ে কাজে যান এলাকারই বাসিন্দা আকবর আলি। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই আকবর সেই কাজ ছেড়ে অন্য এলাকায় চলে যান। এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায়কে ঘিরে বিবাদ বাধে। ঠিকাদার মনিরুল গত সোমবার আকবরের বাড়িতে চড়াও হয়ে ১০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায় বলে অভিযোগ। আকবর এ নিয়ে পুলিশে অভিযোগ জানান। ওই ঘটনা স্থানীয় ভাবে মিটিয়ে নেওয়ার জন্য মালিওর-১ পঞ্চায়েতের প্রধান সেতারা বিবির স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনে সালিশি ডাকা হয়।

আরও দেখুন –  বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা

 

সেখানে আকবর ছাড়াও তার তিন ভাই হাজির ছিলেন। অভিযোগ, সেই সালিশিতে প্রধানের স্বামীর সামনেই চার ভাইয়ের উপরে ঠিকাদার মনিরুল ও তার সঙ্গীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়।আহত চার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সালিশি সভায় মারধোরের ঘটনা স্বীকার করেছেন প্রধানের স্বামী আব্দুল রহমানও। এঘটনায় ১১ জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে আক্রান্তদের তরফে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তর।

Next Post

একুশের সমাবেশকে সফল করতে কলকাতা মুখি দলীয় নেতা কর্মীরা

Sat Jul 20 , 2024
নিউজ ডেস্ক : রাত পোহালেই একুশে জুলাই। দিনটি তৃণমূল কংগ্রেস দলের কাছে আবেগের দিন। ১৯৯৩ সালের এই দিনটিতেই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবীতে মহাকরণ অভিযানে নেমেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১৩ জন যুব কর্মী। আরও দেখুন –সরকারি জমি দখলমুক্ত করতে […]

আপনার পছন্দের সংবাদ