স্থানীয় ২টি ক্লাবের ঝামেলায় আক্রান্ত বেশ কয়েকজন

স্থানীয় ২টি ক্লাবের ঝামেলায় আক্রান্ত বেশ কয়েকজন

নিউজ ডেস্ক:  স্থানীয় ২টি ক্লাবের সদস্যদের ঝামেলায় অশান্তির বাতাবরণ তৈরী হল এলাকায়। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বন্দর শ্মশান সংলগ্ন এলাকায়। ঘটনাসূত্রে জানা গিয়েছে, বীরনগরে অবস্থিত বিপ্লবী ক্লাবের সদস্যদের সাথে রাসবিহারী মার্কেট সংলগ্ন চৈতালী ক্লাবের সদস্যদের ঝামেলা শুরু হয়। এরপর চৈতালীর জনা কয়েক সদস্যকে বেধরক মারধরের অভিযোগ ওঠে বিপ্লবীর সদস্যদের একাংশের বিরুদ্ধে। মুগুর, রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় বলে অভিযোগ। আক্রান্তদের কয়েকজন আশঙ্কাজনক অবস্থায়,হাসপাতালে ভর্তি রয়েছেন। এবিসয়ে পুলিশকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে উভয়পক্ষই তৃণমূল কংগ্রেসের কর্মী। এবিষয়ে শুনব আক্রান্ত রাজু রাহার বক্তব্য।

 

আরও দেখুন – সবজির অগ্নিমূল্যের জেরে নাজেহাল আমজনতা

 

এদিকে এই ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা বিপ্লবী ক্লাবের প্রবীন সদস্য তপন দাস। তিনি জানান, যাদের মধ্যে ঝামেলা হয়েছে তারা নির্দিষ্ট কোনো ক্লাবের সাথে যুক্ত নয়। পাড়ার ছেলে। অপরদিকে এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন জেলা তৃনমূল কংগ্রেস সহ-সভাপতি তথা উপ পৌরপ্রশাসক অরিন্দম সরকার। তিনি জানান, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ প্রশাসনকে না জানিয়ে এভাবে মারধর করা অনুচিৎ। 

আরও দেখুন – নিখুঁত মূর্তি গড়ে নজর কাড়ছে কিশোর শিল্পী

 

বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই বিশ্বজিৎ মন্ডল ওরফে অটল নামে এক যুবককে গ্রেফতার করে। বুধবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Next Post

পিরিয়ড নিয়ে সচেতনতা বৃদ্ধিতে স্কুলে বসলো স্যানিটারি ভেন্ডিং মেশিন

Thu Jul 18 , 2024
নিউজ ডেস্কঃ  পিরিয়ড নিয়ে আজও নানা বিধিনিষেধ বিদ্যমান সমাজের বিভিন্ন স্তরে। এখনো এবিষয়ে কথা বলতে গিয়ে অস্বস্তি অনুভব করে বহু মানুষ। কিন্তু মহিলাদের এই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে ট্যাবু দূরীকরণে ও বয়ঃসন্ধিকালীন ছাত্রীদের সচেতন করতে উদ্যোগী হল মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের তুলসীহাটা হাইস্কুল কর্তৃপক্ষ। পিরিয়ডকে ঘিরে সংক্রমণ এড়াতে স্কুলে […]

আপনার পছন্দের সংবাদ