নিউজ ডেস্ক , ১৮ অক্টোবর : ঋণ শোধ করতে না পেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাবের ফরিদকোট জেলার কালের গ্রামে। ঘটনার তদন্তে গিয়ে পুলিশ ওই বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। পরিবার সুত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যাক্তির নাম ধরমপাল। তার বয়স ৪০।
করোনা আবহের জেরে আর্থিক সঙ্কটের সম্মুখীন হন ঐ ব্যাক্তি। তাই তিনি তার পরিচিত এক ব্যাক্তির থেকে ৮ লক্ষ থাকা ঋণ নেন। সেই ঋণ শোধ করতে পারছিলেন না ধরমপাল তাই মৃত্যুর পথ বেছে নেন তিনি। উদ্ধার হওয়া সুইসাইড নোটে এমনটাই লিখেছেন মৃত ব্যাক্তি ধরমপাল। ফরিদকোট থানার এসপি সেওয়া সিং মালহি বলেন, ধরমপাল প্রথমে ঘরের মধ্যে এলপিজি সিলিন্ডার নিয়ে আসেন, যখন গোটা পরিবার ঘুমোচ্ছিল। এরপর তিনি দরজা বন্ধ করে প্রথমে নিজের গায়ে ও পরে পরিবারের সদস্যদের শরীরে পুরো ১০ লিটার কেরোসিন তেল ঢেলে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর খুলে আগুন ধরিয়ে দেন। আগুনের লেলিহানে জ্বলতে থাকে গোটা পরিবার। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশে খবর দেয়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা অবশ্য খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকায়।