নিউজ ডেস্ক : কবরস্থান থেকে গাছ কাটার অভিযোগে উত্তেজনা। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাটোল ফাঁড়ির পুলিশ। মঙ্গল মার্ডি নামের এক ব্যক্তিকে এই কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি ৫ টি ইউক্যালিপ্টাস গাছের কাটা অংশ উদ্ধার করেছে বন বিভাগ।
আরও দেখুন – শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
আব্দুল কালাম আজাদ নামের এক ব্যক্তি জানান, এই কবরস্থানটি ২০০ বছরের পুরোনো। কিছুদিন আগে কবরস্থানের জমি সংক্রান্ত বিষয়ে BLLRO কে ডেপুটেশন দিয়েছিলেন তারা। মঙ্গলবার ফের বেশ কয়েকজন যুবক এখানে গাছ কাটছিল বলে অভিযোগ। আব্দুল জানান, ঐ যুবকেরা এই জায়গার পরিবর্তে বর্মন পাড়ায় ৩ বিঘা জমি পেয়েছে। তার পরেও এই জায়গা ছাড়ছে না।
আরও দেখুন –বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের নিঃশুল্ক পাঠদান কর্মসূচি
যদিও চুমকি সরেন নামের ঐ জমিতে বসবাসকারি এক মহিলা জানান, গাছ কাটা অবৈধ কবরস্থান তারা জানতেন না। এই জমিটিতে তারা পূর্বপুরুষ ধরে বসবাস করছেন। তাদের বিকল্প কোনো জমি দেওয়া হয়নি।পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রধান জিন্নাতুন খাতুন।