নিউজ ডেস্ক : বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের শংকর পুর গ্রামে। এই এলাকার বাসিন্দা মাধুরী ঘোষ। তারা সপরিবারে বাইরে থাকেন। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসেন। বেশীর ভাগ সময় বাড়ি বন্ধ থাকে।
কলকাতায় হদিশ মিলল সেক্সটরশন চক্রের
গত ১৫ দিন আগে তারা এসেছিলেন বাড়িতে। এরপর রবিবার বাড়ি এসে তাদের চক্ষু চড়কগাছ। সাব মার্শিবল পাম্পের মটর, বৈদ্যুতিক পাখা, কাঁসা পেতলের বাসন, কাঁথা সহ যাবতীয় জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ। দুস্কৃতীরা ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত সকলেই। প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে অনুমান পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।