নিজস্ব সংবাদদাতা, চাকুলিয়া : যে অটো রিকশায় যাত্রী নিয়ে যাওয়ার কথা, সেই অটোতেই কিনা পাচারের চেষ্টা হচ্ছিল নামিদামি ব্র্যান্ডের বিদেশি মদ! কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশি তৎপরতায় মদ বোঝাই অটো সহ চালককে গ্রেফতার করল পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার রামপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংলা বিহার সীমান্ত লাগোয়া একটি অটো রিকশা ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে চাকুলিয়া থেকে বিহারের দিকে যাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে এ এস আই দেবাশিস পোদ্দারের নেতৃত্বে নাকা চেকিং শুরু করে পুলিশ।
এরপর রামপুর এলাকায় ৩১ জাতীয় সড়কে এলে পুলিশের জালে ধরা পড়ে অটোটি৷ অটোর ভেতরে তল্লাশি চালিয়ে নামিদামি বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ উদ্ধার করা হয়। এঘটনায় অটোচালক মুজিবকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের বাড়ি বিহারে বলে জানা গেছে। উদ্ধার করা মদের দাম প্রায় ৪০ হাজার টাকা৷ মুজিবকে শনিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।