নিউজ ডেস্ক : দিনকয়েক আগে সমাজসেবী বলে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়েছিলো মেদিনীপুরে। এবারে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় এর ছবিসহ হোর্ডি এর দেখা মিললো রায়গঞ্জে। রাজীব বন্দোপাধ্যায় ফ্যান ক্লাবের নামে এই হোর্ডিং টাঙানো হয়েছে। যদিও হোর্ডিং এর কোথাও তৃণমূলের প্রতীক এমনকী দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নাম কিম্বা ছবির লেশমাত্র নেই। আর তাই নিয়েই বিতর্ক দেখা দিয়েছে। উল্লেখা সম্প্রতি দলের মধ্যে দুর্ণীতি ইস্যুতে মুখ খুলেছিলেন রাজীববাবু। মন্তব্য করেছিলেন চুঁনোপুটি ছেড়ে রাঘব বোয়ালদের ধরা উচিত। এই মন্তব্যে জলঘোলা হয়েছিলো তৃণমূলের অন্দর মহলে। পরে খোদ মুখ্যমন্ত্রী বিষয়টি তে হস্তক্ষেপ করেন। রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ পদে আনা হয় রাজীব বাবুকে। কিন্তু দল বা দলনেত্রীকে উপেক্ষা করে ব্যাক্তিগত ছবি দিয়ে রাজীব বাবুর এই প্রচার কে ভালোভাবে নিচ্ছে না তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা। তাদের মতে,” মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস সমার্থক। আজ দিদির জন্যই সকলে সম্মান পেয়েছে। অথচ দিদির ছবি বাদ দিয়ে ব্যক্তিগত প্রচার ঠিক হয় নি। ” বিজেপির রাজ্য নেতা রথীন্দ্র নাথ বসু বলেন,” তৃণমূলের গুডউইল নষ্ট হয়ে গিয়েছে। তাই এইসব নেতারা নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে ব্যক্তিগত বিজ্ঞাপন দিচ্ছেন। ঘাসফুলের ছবি রাখার ঝুঁকি নিচ্ছেন না। ” যদিও এসব বিতর্ক কে আমল দিতে নারাজ রাজীব বাবু। তিনি বলেন, ” এর মধ্যে কোনো রাজনীতি নেই। সবটাই অরাজনৈতিক বিষয়। আমার অত্যুৎসাহী কিছু সমর্থক আমার একটা গানকে প্রোমোট করেছে। আমার গান তাদের ভালো লেগেছে তাই করেছে। আর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে হোর্ডিং দিয়েছে। বিজেপি এটা নিয়ে অহেতুক রাজনীতি করছে।
আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
১২ সেপ্টেম্বর লকডাউন হচ্ছে না রাজ্যে