
মানিকচক, ২৫ জুন : ফের নদী ভাঙনে জেরবার মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি চরের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বর্ষা শুরু হতেই প্রতিবছর নদী ভাঙনে ঘরবাড়ি এমনকি চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে বর্ষা আসায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন নদীপাড়ের বাসিন্দারা।
নদীভাঙন রোধে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ চললেও স্থায়ী সমাধান আজও হয়নি নদীপাড়ের বাসিন্দাদের।উল্লেখ্য, ফের নতুন করে আবারও নদী ভাঙ্গনে রাতের ঘুম উড়েছে মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি চরের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। প্রতিবছর বর্ষার মরশুমে ভাঙন আতঙ্ক গ্রাস করে এলাকাবাসীদের। এবছর ইতিমধ্যেই কৌশিকঘাট এলাকার কয়েকশো মিটার চাষের জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। পরবর্তীতে বিক্ষিপ্ত ভাঙ্গন শুরু হয়েছে ভুতনি চরের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। আর এতেই আতঙ্ক বাড়ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভুতনি চরের বেশ কিছু এলাকায় নদী ভাঙনরোধের কাজ চলছে। অবিলম্বে ভুতনি চরের হিরানন্দপুর এলাকায় ভাঙ্গনরোধের কাজ না হলে আগামীদিনে এই এলাকা নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা অবিলম্বে দ্রুত এই এলাকায় ভাঙ্গন রোধের কাজ শুরু করার দাবিও জানিয়েছেন তারা।যদিও এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল জানিয়েছেন সবকিছু খতিয়ে দেখে দ্রুত এলাকায় ভাঙন রোধের কাজ শুরু হবে।
আরও খবর পড়ুন : টানা বৃষ্টিতে কার্শিয়াংয়ে ধস, শিলিগুড়ি দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন
