
নিউজ ডেস্ক, ২৫ জুন : টানা বৃষ্টিতে ধস নামল কার্শিয়াংয়ের (Kurseong) তিনধরিয়ায় জাতীয় সড়কে। ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেকারণে যানবাহন গুলি ঘুরপথে রোহিনী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে টয়ট্রেনের লাইনও। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে রাস্তা ও রেল মেরামতির কাজ।
উল্লেখ্য বর্ষা এলেও সেভাবে বৃষ্টির দেখা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। রায়গঞ্জ, মালদা জেলায় প্রচণ্ড গরম। তবে আবহাওয়াবিদদের মতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবংর আলিপুরদুয়ারে। পাশাপাশি পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিরসম্ভাবনা। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেখান থেকে পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর গুজরাট পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে ওড়িশায় ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে এদিকে টানা বৃষ্টির জেরে শুক্রবার কার্শিয়াংয়ের তিনধরিয়ায় জাতীয় সড়কে ধস নামে। ঘটনায় বন্ধ হয়ে যায় যানচলাচল। শুধু তাই নয়, শিলিগুড়ি থেকে দার্জিলিং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও খবর পড়ুন: আফগান সেনার বড় সাফল্য, আত্মসমর্পণ শতাধিক তালিবানীর
